ব্রাজিলের একটি গির্জায় এক বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চার জন নিহত হয়েছেন এবং আরো চার জন আহত হয়েছেন। চারজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেন। মঙ্গলবার দেশটির সানপাওলের কাছে একটি ক্যাথলিক গির্জায় স্থানীয় সময় দুপুরে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী দুপুরে হঠাৎ করে গির্জায় প্রবেশ করে প্রার্থনারতদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকেন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। কী উদ্দেশে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে জঙ্গিযোগ রয়েছে নাকি পুরনো কোনও শত্রুতা থেকে এই তাণ্ডবলীলা পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, এ ধরনের গোলাগুলির ঘটনা ব্রাজিলে এটিই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় বেলো হরিজোনতে শহরে একটি স্কুলে ঢুকে এক বন্দুকধারী নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই এক ছাত্র নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশের গুলিতে আহত ওই বন্দুকধারী গ্রেফতার হয়।
Development by: visionbd24.com