ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এখনো ৩০০ জন নিখোঁজ রয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মিনাইস গেরাইস প্রদেশের ব্রুমাদিনোর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাঁধটি ধসে পড়ার সময় কয়েক শ’ শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন।
উদ্ধারকারী দল দুর্ঘটনা ঘটার পর থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রাজিলের সবচেয়ে বড় কম্পানি ভ্যালের মালিকানাধীন ছিল বাঁধটি। এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
Development by: visionbd24.com