পটুয়াখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যা সন্তানকে হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ জানুয়ারি) জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, কলাপাড়া উপজেলার নীনগঞ্জ এলাকার মো. শাহাদাত হোসেনের সঙ্গে বিরোধ চলছিলো তার চাচাতো ভাইদের। এরই জেরে প্রতিপক্ষদের ফাঁসাতে ২০০৭ সালের ১১ই এপ্রিল দুই বছরের নিজ শিশুকন্যা মুনিয়া আক্তারকে হত্যা করে শাহাদাৎ।
পরের দিন প্রতিপক্ষদের বিরুদ্ধে কন্যা হত্যার অভিযোগ এনে কলাপাড়া থানায় মামলা করে সে। পরে তদন্তে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন হলে পুলিশ বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করে। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর আইনি প্রক্রিয়া শেষে এ রায় দেন বিচারক।
Development by: visionbd24.com