ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের শুল্কমুক্ত প্রবেশাধিকার-জিএসপি সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো রকম শুল্ক ছাড়াই ভারতের ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী প্রবেশ করছে। এ-সুবিধা প্রত্যাহার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একইসঙ্গে তুরস্ককে দেয়া শুল্ক সুবিধাও প্রত্যাহার করতে যাচ্ছেন তিনি। নিজের সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অব প্রেফারেন্স-জিএসপি’র মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেয়া হবে। ভারত সারা পৃথিবীতে জিএসপি সুবিধাভোগী দেশগুলোর একটি। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে অর্থনৈতিকভাবে নয়াদিল্লি ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Development by: visionbd24.com