ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন ইমরান

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৪৫ অপরাহ্ণ | 232 বার

ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেয়া হবে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু’পক্ষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষায় ওই পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে।
এর আগে বুধবার (২৭ ফেব্রুয়ারি) কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে পাকিস্তানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়। পাক-কাশ্মীরে ভূপাতিত হওয়ার উত্তেজিত জনতার হাত থেকে ভারতীয় ওই পাইলটকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।
এর আগে দেশটির টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, যদি উত্তেজনা কমিয়ে আনে তাহলে পাকিস্তান ভারতীয় পাইলটকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Development by: visionbd24.com