ভারতের হরিয়ানা রাজ্যে সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সোমবার সকালে ঘন কুয়াশার কারণে চালকা অল্প দূরত্বের কিছুও দেখতে পাচ্ছিলেন না। ফলে রাজ্যের রোহতম-রেওয়ারি মহাসড়কের ফ্লাইওভারে দীর্ঘ যানজট তৈরি হয়। এসময় একটি স্কুলবাস ও বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। কমপক্ষে ৫০টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়।
এই সংঘর্ষে আটজন নিহত হন। নিহতদের সাতজনই নারী, বাকি একজন পুরুষ। তারা সবাই একই পরিবারের সদস্য। পরিবারটি রাজ্যের তেদরুত গ্রাম থেকে নাজাগড়াহ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কেবল হরিয়ানা নয়; ঘন কুয়াশার কারণে দিল্লি, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও রাজস্থানেও যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
Development by: visionbd24.com