ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:৩৭ অপরাহ্ণ | 395 বার

ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর ৪৪ সদস্য সহ মোট ৪৯ জন ভারতীয় সেনার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বার্তা দিয়েছিলেন অনেক বলিউড তারকা। আর এবার ভারতবর্ষে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন দি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

এফডব্লিউআইসিই-র প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত বলেন, ‘বারবার দেশে হামলার পরও যারা পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য লালায়িত, তাদের লজ্জা হওয়া উচিত। যে সব প্রযোজক, পরিচালক পাকিস্তানি অভিনেতা-শিল্পীর সঙ্গে কাজ করার জন্য জোরাজুরি করবেন, এফডব্লিউআইসিই তাদের বয়কট করবে।’

এফডব্লিউআইসিই-র বয়কট মানেই মুম্বাইয়ের বিনোদন পা রাখতে পারবেন না কোনও পাকিস্তানি অভিনেতা, গায়ক-গায়িকা বা কলাকুশলী। কারণ, বলিউডের সিনেমা, টিভি, মিউজিক, বিজ্ঞাপণসহ যাবতীয় ক্ষেত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী, কলকুশলীদের ২০টিরও বেশি সংগঠনের শীর্ষে আছে এফডব্লিউআইসিই। এরই মধ্যে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস্ অ্যাসোশিয়েশনও একটি ঘোষণা দিয়েছে।

নোটিশের মাধ্যমে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোনও ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এমনকী নিষিদ্ধও করা হতে পারে।

এফডব্লিউআইসিই-র পক্ষ থেকে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পাকিস্তানি শিল্পীদের নিয়ে সিনেমা করলে শুটিং ফ্লোরে গিয়ে ভাঙচুর করা হবে।

তবে হামলার প্রতিবাদে যে ভারতীয় বিনোদন জগত যে সজাগ হয়েছে তা আগেই লক্ষ্য করা গেছে। বেশ কিছুদিন আগে শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতে আলী খানের সঙ্গে টি-সিরিজ কয়েকটি গান প্রযোজনা করে। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পরেই ইউটিউব থেকে সব গান মুছে ফেলেছেন এই প্রতিষ্ঠান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Development by: visionbd24.com