‘ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে’

রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | ৭:৪৪ অপরাহ্ণ | 410 বার

‘ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে’

ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আগামীতে আরও বেশি সহজ হবে। আগামী মার্চে ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে। এতে উভয় দেশের পর্যটকরা নৌপথে ভ্রমণ করবেন। প্রথমে ভারতের পর্যটক দল নৌপথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করবে। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৭ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর আদার্স সাইকার। এ সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

টিপু মুন্শি বলেন, ‘বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়ছে। আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করতে আমরা একমত। এতে উভয় দেশের বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে তিনটিতে ভারত বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মংলায় ১১০ একর জমির উপর স্পেশাল ইকোনমিক জোনের কাজ অল্প দিনের মধ্যেই শুরু করবে। মিরেরশরাই-এ এক হাজার একর জমির উপর এবং ভেড়ামারায় অপর একটি ইকোনমিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত।

Development by: visionbd24.com