এ বছর তিন ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলামসহ ২১ জন বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন। বুধবার তাদের নাম ঘোষণা করা হয়।
তিন ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম (ভাষা সৈনিক) । আরো যারা একুশে পদক পেলেন:
সুবীর নন্দী (শিল্পকলা সংগীত)।
মৃত. আজম খান (শিল্পকলা সংগীত)।
খায়রুল আনাম শাকিল (শিল্পকলা সংগীত)।
লাকী ইনাম (শিল্পকলা অভিনয়)।
সূবর্ণা মোস্তফা (শিল্পকলা অভিনয়)।
লিয়াকত আলী লাকী (শিল্পকলা অভিনয়)।
সাইদা খানম (শিল্পকলা আলোকচিত্র)।
জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলা চারুকলা)।
ক্ষিতীশ চন্দ্র বৈশ্য- মুক্তিযুদ্ধ।
ড. বিশ্বজিৎ ঘোষ (গবেষণা)।
ড. মাহবুবুল হক (গবেষণা)।
ড. প্রণব কুমার বড়ুয়া (শিক্ষা)।
রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য)।
ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য)।
আসীম সাহা (ভাষা ও সাহিত্য)।
আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য)।
মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য)।
হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। পদক প্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি রেপ্লিকা দেয়া হবে।
Development by: visionbd24.com