ভূমধ্যসাগরে ২ শরণার্থীবাহী নৌকা ডুবে ১৭০ প্রাণহানি

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ১০:৫৩ পূর্বাহ্ণ | 517 বার

ভূমধ্যসাগরে ২ শরণার্থীবাহী নৌকা ডুবে ১৭০ প্রাণহানি

ভূমধ্যসাগরে দুটি জাহাজডুবির ঘটনায় ১৭০ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর ছাড়াও ইতালিয়ান নৌবাহিনী লিবিয়া উপকূলে ১১৭ যাত্রীবাহী একটি জাহাজডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আলজাজিরার।

ইউএনএইচসিআরের মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, জীবিত উদ্ধার করা তিন শরণার্থী জানিয়েছেন- লিবিয়ার উদ্দেশে যাত্রা করা তাদের রাবারের নৌকাটিতে ১২০ যাত্রী ছিলেন। অপর শরণার্থীবোঝাই জাহাজটি ডুবেছে ভূমধ্যসাগরের পশ্চিমে আল বোরান সাগরে। সেখানে কমপক্ষে ৫৩ শরণার্থীর মৃত্যু হয়েছে।

Development by: visionbd24.com