ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে কঠোর ব্যবস্থা: সিইসি

মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ | 14 বার

ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে কঠোর ব্যবস্থা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পক্ষপাতমূলক নির্বাচন হবে না।’

খুলনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মঙ্গলবার (৩০ মে) মতবিনিময়কারে এসব কথা বলেন সিইসি। এসময় তিনি ভোট কেন্দ্রে আসতে ভোটারদের কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

সিইসি বলেন, প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীকে অবশ্যই এজেন্ট দিতে হবে।খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রস্তুত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে আগামী ১২ই জুন ভোট হবে খুলনা সিটি করপোরেশনে। একইদিন ভোট হবে বরিশাল সিটিতেও। খুলনা সিটি নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী।

এছাড়া ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০ টি সংরক্ষিত নারী আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন,আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল আলম মধু (লাঙ্গল), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা প্রতীক)।

এসময় নির্বাচন সুষ্ঠু করা ও আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Development by: visionbd24.com