ভোটকেন্দ্র দখল নিয়ে দু’পক্ষের গোলাগুলি, পুলিশ গুলিবিদ্ধ

রবিবার, ২৪ মার্চ ২০১৯ | ১১:২০ পূর্বাহ্ণ | 396 বার

ভোটকেন্দ্র দখল নিয়ে দু’পক্ষের গোলাগুলি, পুলিশ গুলিবিদ্ধ

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টার মাথায় চট্রগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেশব চক্রবর্তী।

ওসি কেশব চক্রবর্তী জানান, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দুইপক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তবে কোন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি তিনি।

জানা গেছে, গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম ফরহাদ হোসেন (৩০)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পটিয়া এলাকা অতিক্রম করছে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যেই চমেকের জরুরি বিভাগে ব্যবস্থা নেয়া হয়েছে।

Development by: visionbd24.com