‘ভোটের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহারায় থাকবেন’

শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ৪:২৬ অপরাহ্ণ | 599 বার

‘ভোটের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহারায় থাকবেন’

ভোটের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহারায় থাকবেন। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে। কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোটের আমানত রক্ষা করুন। জন রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠ প্রাঙ্গণে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে দেশে গণতন্ত্র থাকবে কি না। আমরা স্বাধীন জাতি হিসেবে থাকবো না শৃঙ্খলিত জাতি হিসেবে থাকবো সেটা গৃহিত হবে।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা তারই প্রমাণ। আমরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।

Development by: visionbd24.com