নির্বাচনে যে পরিবেশ পাওয়ার কথা তা না পাওয়ার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ তার। বুধবার দুপুর ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও এলাকায় নির্বাচনী প্রচার ও পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা। তিনি ঠাকুরগাঁও-১ আসনে লড়াই করছেন ধানের শীষ প্রতীকে।
আগের দিন ঠাকুরগাঁও যাওয়ার পথে ফখরুলের গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেয়। তবে অক্ষত থাকে বিএনপি মহাসচিবের গাড়ি। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতা। বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। আমার গাড়িবহরে তারা হামলা চালিয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে। কিন্তু তাতেও আমরা পিছপা হইনি।’
‘আওয়ামী লীগের দুর্বৃত্তরা চেষ্টা করবে সন্ত্রাস করার। কিন্তু আমরা শান্তিপূর্ণ ভোটে বিশ^াসী। আমরা তাদের উস্কানিতে পা দেব না।’ নিজের পক্ষে ভোট চেয়ে ফখরুল ভোটারদের বলেন, ‘ভোট হচ্ছে আপনাদের মূল্যবান আমানত। আপনারা দেশের মালিক। আপনাদের ঠিক করতে হবে ঠিক করতে হবে কাকে সরকার তৈরি করবেন। ভোট দিয়ে আপনাদের তা ঠিক করতে হবে।’
‘৩০ তারিখ সকালে উঠে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। সেখানে কেউ যেন বাধা দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট গণনা শেষে ফলাফল না নিয়ে ফিরবেন না।’ এর আগে ওই ইউনিয়নের কাজীবস্তি, মাষ্টারপাড়া, দিদারপাড়া, গিলাবাড়ি এলাকায় পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পয়গাম আলী প্রমুখ।
Development by: visionbd24.com