বিএনপিকে সুস্থ ধারার রাজনীতি করতে হলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার (১ জানুয়ারি) কুষ্টিয়া জেলা স্কুলে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় মাহবুবুল হক হানিফ বলেন, বিএনপিকে রাজনীতিতে থাকতে হলে নিজেদের রাজনীতির ধারা নিয়ে নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, বিএনপির মানুষের কাছে ভোট প্রত্যাশা করার মতো কোন যুক্তি নেই। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থেকে এমন কোন কাজ করেনি যাতে তারা মানুষের কাছে ভোট চাইতে পারে। ক্ষমতায় থাকার সময় তারা দূর্নীতিতে চ্যম্পিয়ন এবং দেশকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকাভূক্ত করেছিল।
Development by: visionbd24.com