ভোট বিপ্লব ঘটবে ৩০ ডিসেম্বর : কাদের সিদ্দিকী

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ২:০০ অপরাহ্ণ | 687 বার

ভোট বিপ্লব ঘটবে ৩০ ডিসেম্বর : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটবে। ৭০ সালে বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং ৩০ ডিসেম্বরেও সঠিক সিদ্ধান্ত নেবে। সোমবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, শাজাহান সিরাজ, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ড. কামাল হোসেন যেখানে সেখানে গেলে কোনও পক্ষ লাগে না। আওয়ামী লীগ অবৈধ সরকার। বিনা ভোটে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে না। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, একটি দল কত বড় দেউলিয়া হলে সিনেমার নায়ক নায়িকার ভোট চাইতে মাঠে নামায়।

নির্বাচনের মাঠে সেনাবাহিনী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ হওয়ার আগে এদেশে সেনাবাহিনীর জন্ম হয়েছে। এ সেনাবাহিনী বীর শহীদদের উত্তরসূরি। তাদের কাছে জনগণের দাবি একটাই, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পরে সে ব্যবস্থা করা। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

Development by: visionbd24.com