আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশ ব্যাতীত অন্য সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন পুনঃস্থাপন করা হচ্ছে। এ কারণে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এদিন রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশে গ্যাসের সরবরাহ সীমিত থাকবে। এর বাদে ঢাকার অন্য সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Development by: visionbd24.com