’মধ্যরাতের ভোট সংস্কৃতি থেকে বের হতে পারেনি সরকার’

সোমবার, ১১ মার্চ ২০১৯ | ৫:১৯ অপরাহ্ণ | 586 বার

’মধ্যরাতের ভোট সংস্কৃতি থেকে বের হতে পারেনি সরকার’

কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালটই প্রমাণ করে মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি সরকার— তাই ডাকসু নির্বাচনেও তার প্রভাব পড়েছে এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সাধারণ ছাত্র সংগঠনের সমর্থকেরা যাতে ভোট দিতে না পারে সেজন্য পুলিশের তৎপরতা দুঃখজনক। আর সব হলগুলোতে ছাত্রলীগের মহড়া ভোট কেন্দ্রে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

Development by: visionbd24.com