মনগড়া বক্তব্য দিচ্ছে টিআইবি : তথ্যমন্ত্রী

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৪:১১ অপরাহ্ণ | 605 বার

মনগড়া বক্তব্য দিচ্ছে টিআইবি : তথ্যমন্ত্রী

জাতীয় সংলাপের নামে বিএনপি রাজনৈতিক নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, গবেষণার নামে মনগড়া বক্তব্য দিচ্ছে টিআইবি।
তিনি বলেন, এই ধস নামানো পরাজয়ের পর আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, আর কিছু না।
টিআইবি’র প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, যারা পর্যবেক্ষক ছিলেন তারা সকলেই বলেছেন নির্বাচন ভালো হয়েছে। টিআইবি’র নির্বাচনে কোনো অংশগ্রহণই ছিল না।
নির্বাচন নিয়ে কোনো গবেষণাই হয়নি উল্লেখ করে তিনি বলেন, তারা প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র।

Development by: visionbd24.com