একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধি সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেয়ার নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের নির্বাহী সভাপতি ড. সুব্রত চৌধুরী। তবে শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা সুলতান মনসুর। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জোটের আরও কয়েকজন সদস্য শপথ নিতে পারেন বলেও আভাস দেন তিনি।
এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি ড. সুব্রত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই যে প্রতারণার নির্বাচন হলো এতে তারা শপথ নেবে না, সংসদে যাবে না। এবং গণফোরামেরও একই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত তো আমরা পরিবর্তন করি নাই।’ তিনি বলেন, ‘এখন যদি কেউ বক্তব্য দিতে থাকে, তাহলে আমি বলবো এটা বিভ্রান্তি ছড়ানোর জন্য।’
তারা শপথ নিলে ঐক্যফ্রন্ট বা গণফোরাম থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে সুব্রত চৌধুরী বলেন, ‘তারা যদি সিদ্ধান্ত অমান্য করে শপথ নিতে যায় তাহলে নিশ্চয়ই সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেয়ার নেয়া হবে।’ এদিকে সুলমান মনসুর জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার সুযোগ গণফোরামের নেই।
তিনি বলেন, ‘ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ ওনার নেই। কারণ আমি গণফোরামের কোনো অফিসিয়াল পদ-পদবীতে নাই। আমি কোনো রাজনৈতিক (দলের) পক্ষ থেকে ছিলাম না। ইন্ডিভিজুয়ালি জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধিত্বে ছিলাম।’ উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মনসুর ও গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন মুকাব্বির খান।
Development by: visionbd24.com