আবারও ঘর বেঁধেছেন লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রেম নয়, পারিবারিকভাবেই হয়েছে তাদের বিয়ে।
তবে বিয়ে গত ৩১ ডিসেম্বর হলেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় দ্বিতীয় বিয়ের খবর জানান সালমা।
বিয়ে প্রসঙ্গে সালমা বলেন, অনেক ভেবে চিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। আসলে সাগর খুব ভালো ছেলে। সে আমার অনেক যত্ন করে। আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই। বলতে পারেন, মনের মতো একজন স্বামী পেয়েছি। আমি অনেক খুশি।
Development by: visionbd24.com