ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় কোনো মার্কিন কূটনীতিক বা সেখানকার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে যদি কোনো ধরনের হুমকিতে ফেলা হয় তবে সেজন্য উল্লেখযোগ্য জবাব পেতে হবে বলে জানায় ওয়াশিংটন।
সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আগ্রাসী নীতির ধারক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রোববার রাতে পৃথক বার্তায় ভেনেজুয়েলার উদ্দেশে এই হুঁশিয়ারি বার্তা দেন। আর আগামী বুধ ও শনিবার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ ডেকেছেন গুয়াইদো। দুই ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে দেশকে অচল করে দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, যেকোনো পরিস্থিতিতে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মাদুরো। নিজের শক্তি প্রদর্শনে রোববার বেশ কয়েকটি ঘাঁটি পরিদর্শন করেন এই বম রাজনীতিক। এছাড়া আসন্ন সামরিক মহড়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করার সময় মাদুরো বলেন, নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Development by: visionbd24.com