মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাকচাপায় ২ জনের প্রাণহানি

শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | ১১:১৯ পূর্বাহ্ণ | 489 বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাকচাপায় ২ জনের প্রাণহানি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে ট্রাকচাপায় পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে পাটুরিয়ামুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন পিকআপ ভ্যানচালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

Development by: visionbd24.com