ঐক্যফ্রন্টের প্রধানমুখপাত্র কে থাকবেন তা নিয়ে এখন চলছে জোর গুঞ্জন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না , না কর্নেল অব. অলি আহমেদ তা নিয়ে আলোচনা চলছে। এখনো এব্যাপারে সিদ্ধান্ত হয়নি। দুইজনই কাজ করছেন। শোনা যাচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্টের বর্তমান মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের মাঠে নেমে পড়াতেই এই বদলের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
এদিকে, সব হিসেব-নিকেশ শেষে এবার আসন চূড়ান্ত করার পথে ঐক্যফ্রন্ট। সারাদেশে ২৯৫ আসনে বিএনপির ৬৯৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২৫৭টিতেই ২-৫ জন করে প্রার্থী আছেন। একক প্রার্থী রয়েছে ৩৮ আসনে।বিএনপি ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো ২৪০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। আসন নিয়ে ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা হয়নি। শরিকদের মধ্যে নিবন্ধিত দলগুলো তাদের প্রতীকে প্রার্থিতা জমা দিয়েছে। যেসব দলের নিবন্ধন নেই, সেগুলো ধানের শীষের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে।
এনপিবি/এস
Development by: visionbd24.com