মার্কিনের ত্রাণ আটকে দিল ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:১১ অপরাহ্ণ | 605 বার

মার্কিনের ত্রাণ আটকে দিল ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ সামগ্রী আটকে দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সহায়তাকে সম্মানহানীর প্রচেষ্টা আখ্যা দিয়ে তিনি বলেন ভেনেজুয়েলার মানুষ ভিক্ষুক না।

যুক্তরাষ্ট্র সত্যিই যদি ভেনেজুয়েলার মানুষকে সাহায্য করতে চায় তাহলে অনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা জানিয়েছেন তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধী দলের বিক্ষোভ ও অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার মানুষ বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছে।

এই সুযোগে মাদুরো সরকারকে সরিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকাধীন তেল ও গ্যাস কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তেল ও গ্যাস রপ্তানিতে সংকট তৈরি হয়েছে।

Development by: visionbd24.com