বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল। তবে দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউ।
শুক্রবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রবার্ট মিলারের গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় রবার্ট মিলারকে অবহিত করা হয় বলে জানা গেছে।
বেলা সাড়ে ১১টায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে যান নেতারা। সেখানেও সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তারা।
Development by: visionbd24.com