আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।
আগামী ৯, ১১ ও ১৪ ডিসেম্বর সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দিবেন মাশরাফি। এরপর নির্বাচনী মাঠে নামবেন বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন ম্যাশ।
তবে এর আগেই স্বামীর জন্য ভোট চাওয়া শুরু করেছেন স্ত্রী সুমনা হক সুমি। বুধবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের মদিনাপাড়ায় উঠান বৈঠকে মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে ভোট চান তিনি।
মাশরাফি এখনও নির্বাচনী মাঠে না নামলেও ইতোমধ্যে তার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং পরিবার ও স্বজনরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে শুরু করেছেন।
Development by: visionbd24.com