মাশরাফি বিন মর্তুজার জোড়া আঘাতে টপঅর্ডারের দুই উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভোর পর এবার মাশরাফির বলে শাই হোপ প্যাভিলিয়নে ফেরেন। ৫৯ বলে ৪৩ করে মেহেদি হাসান মিরাজের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
এর আগে ড্যারেন ব্রাভোকে দারুণ এক ক্যাচে মাঠ ছাড়া করান তামিম ইকবাল। ২১তম ওভারের চতুর্থ বলে মাশরাফি বিন মর্তুজার করা বলে ব্রাভো তুলে মারলে উড়ে এসে ক্যাচ লুফে নেন তামিম। ৫১ বলে ১৯ রান করেন ব্রাভো।তবে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কায়রন পাওয়েল।
মাশরাফির পর আঘাত হানেন মিরাজ। মিরাজের স্পিন ঘূর্ণিতে স্টাম্প হারিয়ে সাজেঘর ফিরেন শিমরন হেটমায়ার। সাজেঘর ফেরার আগে হেটমায়ার করেছেন ৬ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। ক্রিজে আছেন ২১ বলে ১১ রান করা মারলন স্যামুয়েলস এবং ৫ বলে ২ রান করা রোভম্যান পাওয়েল।
Development by: visionbd24.com