মাশরাফির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ | ১২:৫০ অপরাহ্ণ | 718 বার

মাশরাফির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

 

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা।

জানা গেছে, আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মাশরাফির মনোনয়নপত্রে কোনো গড়মিল বা সমস্যা না থাকায় তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক।উল্লেখ্য, নড়াইল-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন মোট ১৩ জন প্রার্থী।

এনপিবি/এস

Development by: visionbd24.com