মুঠোফোনে কথা বলার সময় বাসচাপায় যুবকের মৃত্যু

শনিবার, ০২ মার্চ ২০১৯ | ১০:১৪ পূর্বাহ্ণ | 585 বার

মুঠোফোনে কথা বলার সময় বাসচাপায় যুবকের মৃত্যু

সাভারে বাসচাপায় রোমন হোসেন রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত রাকিব নওগাঁ জেলার সদর থানার কেশবপুর গ্রামের মো. গোলজার হোসেনর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে নেসলে কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, সকালে রোমন হোসেন রাকিব ও তার বন্ধুরা মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাকিব মোবাইল ফোনে কথা বলা অবস্থায় পেছন থেকে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাস ও এর চালককে শনাক্ত করা যায়নি।

Development by: visionbd24.com