মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুরে কভার্ড ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় এক নারী আহত হয়েছেন। উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫)। প্রাইভেটকার চালক আব্দুল্লাহ সরকার (৩৫)। তার বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলবের শিবপুর। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্রুত গতির কভার্ড ভ্যান ও প্রাইভেট কার দুটিই ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় আসলে দ্রুত গতির কভার্ড ভ্যানটি আকস্মিক গতি থামিয়ে দেয়। এতে পেছনে থাকা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলে সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী জেসমিন সুলতানা মারা যান। এছাড়া প্রাইভেট কারের চালক আব্দুল্লাহ সরকারকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
Development by: visionbd24.com