মেক্সিকোয় রক্তক্ষয়ী সংঘর্ষ; ৬ পুলিশ নিহত

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | ১১:৩৯ পূর্বাহ্ণ | 577 বার

মেক্সিকোয় রক্তক্ষয়ী সংঘর্ষ; ৬ পুলিশ নিহত

 

মেক্সিকোতে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ পুলিশ নিহত হয়েছে। সোমবার দেশটির জালিসকো প্রদেশে এ ঘটনা ঘটেছে। জালিসকো প্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বর্বরোচিত বন্দুক হামলায় ৬ পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যক্তি।

প্রাদেশিক পুলিশ বলছে, হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে মেক্সিকোর প্রভাবশালী মাদকচক্র জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) এ হামলায় জড়িত থাকতে পারে। সূত্র: এপি, রয়টার্স

Development by: visionbd24.com