মেহেরপুরের হরিরামপুরে দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শনিবার, ১৬ মার্চ ২০১৯ | ১২:০৭ অপরাহ্ণ | 211 বার

মেহেরপুরের হরিরামপুরে দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মেহেরপুরের সদর উপজেলার হরিরামপুরে মাটির দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে দম্পতির নিজবাড়িতে। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় শোক বিরাজ করছে। নিহতরা হলেন হরিরামপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মো. কাবাতুল্লাহ (৫০) ও তার স্ত্রী আজিরুন নেছা (৪৫)। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আজিজুল ইসলাম চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন জানান, নিজেদের পরিত্যক্ত একটি মাটির ঘর ভাঙার কাজ শুরু করেন কাবাতুল্লাহ ও তার স্ত্রী আজিরুন নেছা। ঘর ভাঙার একপর্যায়ে একটি দেয়াল পড়ে গিয়ে তারা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এহসানুল কবীর আল আজিজ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

Development by: visionbd24.com