আফ্রিকার তিন দেশ মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এরমধ্যে মোজাম্বিকেই মৃত্যের সংখ্যা চারশোরও বেশি। মালাবিতে তুলনামূলক কম প্রাণহানির ঘটনা ঘটেছে।
গত ১৪ মার্চ ঘূণিঝড় আইডা ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকের ওপর আছড়ে পড়ায় দেশটির বেইরা শহরের প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। এতে শুধু মোজাম্বিকেই ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান দেশটির ভূমি ও পরিবেশমন্ত্রী সেলসো কোরেইয়া।
বেইরা শহরটি সমুদ্রের সমতল থেকে নিচুতে অবস্থিত। ঘূণিঝড়ের সঙ্গে বন্যার কারণে ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটায় শহরটি প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং পুরো দেশ থেকে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
পাশাপাশি এই ঘূণিঝড়ের আঘাতে জিম্বাবুয়েতে মৃতের সংখ্যা ২৫৯ জন ও মালাবিতে ৫৬ জনের বেশি বলে ধারনা করছেন উদ্ধার কর্মীরা। এ সংখ্যা আরো বাড়তে পারেন বলে আশংকা করছেন তারা।
Development by: visionbd24.com