ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আইটেম গান করার ইচ্ছা প্রকাশের পর এবার তাকে ভোটে জেতার পরামর্শ দিলেন বলিউড অভিনেত্রী ও কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপরই তিনি আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা হয়। কোনো কিছুর তোয়াক্কা না করে একের পর এক জন্ম দেন ঘটনা। এ
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন রাখি সাওয়ান্ত। আর সেই ভিডিওতেই মোদির উদ্দেশে নির্বাচনে জেতার কয়েকটি কৌশলগত বাণী দিয়েছেন।
ভিডিওতে রাখি বলেন, ‘হাই মোদিজি আপনার কি খবর। আপনার উদ্দেশে আমার একটি ছোট বার্তা আছে। তারকাদের সঙ্গে আপনার সম্পর্ক আছে, সেটা ভালো। আপনি বলিউডের জন্যও উৎসাহমূলক অনেক কিছু করছেন, সেটাও ভালো। তবে নির্বাচনে জিততে হলে বলিউড তারকাদের সঙ্গে দেখা করলে চলবে না৷ বরং কৃষাণ, গরীব লোকদের সঙ্গে দেখা করুন। তাহলেই উন্নতি হবে, তারাই আপনাকে ভোটে জেতাবে’।
এর আগে গত মাসে নরেন্দ্র মোদির সঙ্গে রাখির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে রাখি মোদিকে বলেছিলেন, ‘আপনি আগামী নির্বাচনে জিতলে, আমি আপনার সঙ্গে একটি আইটেম গান করবো।’
Development by: visionbd24.com