ময়মনসিংহের সদর উপজেলার জামতলা এলাকায় কভার্ডভ্যান চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক (২৮) ও শহীদ (৩০)। তাঁরা ধানকাটার কাজ করতেন।
জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘সকালে চারজন শ্রমিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাকির ও খালেক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।”
Development by: visionbd24.com