ময়মনসিংহে কভার্ডভ্যান চাপায় তিন শ্রমিক নিহত

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ৯:১০ পূর্বাহ্ণ | 571 বার

ময়মনসিংহে কভার্ডভ্যান চাপায় তিন শ্রমিক নিহত

ময়মনসিংহের সদর উপজেলার জামতলা এলাকায় কভার্ডভ্যান চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক (২৮) ও শহীদ (৩০)। তাঁরা ধানকাটার কাজ করতেন।

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘সকালে চারজন শ্রমিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাকির ও খালেক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।”

Development by: visionbd24.com