ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ | ১২:৪২ অপরাহ্ণ | 376 বার

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহের শেরপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ বুধবার রাত ৩টার দিকে ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) এবং শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।

প্রাইভেটকারটিতে মোট ছয় আরোহী শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Development by: visionbd24.com