যশোরের শার্শা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক মাদক চোরাকারবারি (২৬) নিহত হয়েছেন। পুলিশের দাবি, দুই দল মাদক চোরাকারবারির মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উলাশি কুঁচেমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শার্শা থানার এসআই আবুল হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুঁচেমোড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এছাড়া দুই কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাদক চোরাকারবারিদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই মাদক চোরাকারবারি নিহত হয়েছে।
Development by: visionbd24.com