যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:০০ পূর্বাহ্ণ | 480 বার

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোরে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, ডাকাতদের দু’দলের বন্দুকযুদ্ধে মারা গেছে সে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ম‘ঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার রহমতপুর কানাগেট এলাকায় গোলাগুলি করে দু’দল ডাকাত। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে, পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Development by: visionbd24.com