রাজধানীর যাত্রাবাড়ীতে সালমা নামে এক নারীকে বাসায় ঢুকে ভারী অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাবেয়া নামে অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর কুতুবখালীর পাঁচ তলা ভবনের একটি ফ্লাটে থাকতো সালমা ও রাবেয়া। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে খবর পেয়ে সেখানে যান পুলিশ সদস্যরা।
পরে আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নিহত সালমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তারা জানায়, নিহতের মাথায় ভারী অস্ত্র ও হাতুড়ির আঘাত রয়েছে। সালমা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তার বাড়ি মাদারীপুরের চর মুগুরিয়ায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
Development by: visionbd24.com