শপথ নেয়া ঐক্যফ্রন্ট নেতার বিরুদ্ধে তার দলই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যারা রাজনীতির নামে ছলনা ও অঙ্গীকার ভঙ্গ করে, তারা গণশত্রুতে পরিণত হয়।
রিজভী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে কথা গণফোরাম আগেই জানিয়েছে। তার দলই এর ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে, রাজনীতিতে ছলনা ও অঙ্গীকার ভঙ্গের জন্য এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
Development by: visionbd24.com