যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক রাস্তাঘাটে ও বাড়িঘরে ফাটল দেখা দেয় এবং কিছু সময়ের জন্য সুনামী সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার অ্যাঙ্কারিজ শহরের ১২ কিলোমিটার উত্তরে। কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের সময়ে মানুষজন রাস্তায় নেমে আসে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, অ্ঙ্কারিজের কয়েকটি স্কুলের ছাদ ও বিভিন্ন স্থানের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, ভূমিকম্পের কিছুক্ষণ পর আলাস্কার উপকূলবর্তী কুক’স ইনলেট এবং কেনাই উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে তা তুলে নেয়া হয়।
এনপিবি/এস
Development by: visionbd24.com