যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির ভালো সুযোগ দেখছে ট্রাম্প

শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ | ২:০৪ অপরাহ্ণ | 379 বার

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির ভালো সুযোগ দেখছে ট্রাম্প

মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে কংগ্রেসকে পাশ কাটানোর কথা ফের জোরের সঙ্গে উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা দেয়ালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের চুক্তিতে আগ্রহী নয়।

সীমান্তে দেয়াল নির্মাণে ডেমোক্রেটরা ভয়াবহ বাধা দিচ্ছে। ডেমোক্রেটদের অসহযোগিতার কারণে জরুরি অবস্থা জারির ভালো সুযোগ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। দেয়ালের জন্য কোনো বরাদ্দ যাচ্ছে না—-বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এ মন্তব্যের পরই ট্রাম্প এ কথা জানান।

Development by: visionbd24.com