যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ শুরু : আইনমন্ত্রী

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৪:৪০ অপরাহ্ণ | 669 বার

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ শুরু : আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গেল বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী। বিকেলে কসবা উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া আসেন তিনি।
এসময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবেন না তা মনে করি না। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। আর যদি তারা একেবারেই সংসদে না যান তাহলে জনগণই দেখবে তাদের পরিণতি কি হয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।
টিআইবির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলবো না।
এর আগে শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দেন। পাশাপাশি নৌকা থেকে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়।

Development by: visionbd24.com