যে ক্ষোভে বিএনপি ছাড়লেন মনির খান

রবিবার, ০৯ ডিসেম্বর ২০১৮ | ৬:১৫ অপরাহ্ণ | 669 বার

যে ক্ষোভে বিএনপি ছাড়লেন মনির খান

বিএনপি একটি ‘বিশৃঙ্খল’ দল বলে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সঙ্গীতশিল্পী মনির খান। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়ার আগে তিনি বলেন, ‘বিএনপিতে কোনো শৃঙ্খলা নেই। যে দল নেতাকর্মীদের অসভ্যতার শিক্ষা দিয়ে যাচ্ছে, সুস্থ স্বাভাবিক চেতনা গড়ে দিতে পারে না, সেই দলে জাতীয় পর্যায়ের একজন শিল্পী হিসেবে আমি থাকতে পারি না।’

রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন মনির খান। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করবো বিএনপি থেকে। এখানে ত্যাগের কোনো মূল্য নেই। জনগণের চাওয়া-পাওয়ার কোনো দাম নেই। আমি তো সারাজীবন মানুষের জন্য গান গেয়েছি, তাই মানুষের চাওয়াটা বুঝি। একারণে জনবিচ্ছিন্ন একটি দলের সাথে আর কন্টিনিউ করতে চাই না।’

মনোনয়ন না পেয়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্নে মনির খান বলেন, ‘মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছি তারা দেয়নি। এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গত দুই দিন গুলশান অফিসের সামনে যা হচ্ছে তাতে এটা স্পষ্ট, এই সংগঠন তাদের নেতাকর্মীদের নৈতিকতার শিক্ষাটা দিতে পারেনি। যে দলে নৈতিকতা নেই সে দলে আমি নেই। এইখানে মনোনয়ন না পাওয়াটা বড় বিষয় না।’

monir-khanপ্রাথমিকভাবে দলের মনোনয়নের চিঠি পেয়ে জমাও দিয়েছিলেন। কিন্তু আসনটি জোটের শরিক জামায়াতকে ছেড়ে দেওয়ায় চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি তার। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মনির খান।  বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।

Development by: visionbd24.com