আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর হয়ে আজ রবিবার সকাল ১১টার দিকে রংপুরে পৌঁছান তিনি। এ সফরকালে তিনি দুইটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা।
এছাড়া একই দিনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। আর এসব জনসভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা।
Development by: visionbd24.com