রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার ধাপেরহাট সীমানাবর্তী এলাকার ফাইভস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে আসা রংপুরগামী জাকির পরিবহনের যাত্রীবাহী বাস ফাইভস্টার মোড়ে পৌঁছে। এ সময় রংপুরগামী একটি মালবাহী কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসের হেলপার ও দুই নারী যাত্রী নিহত হন। আহত হন আরো দুই বাসযাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। নিহত দুই নারী যাত্রীর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ও নিহত হেলপারের বাড়ি সিলেটে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
Development by: visionbd24.com