রণাঙ্গনে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে : রিজভী

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ২:১৫ অপরাহ্ণ | 471 বার

রণাঙ্গনে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে যিনি ঝাপিয়ে পড়েছিলেন সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার ইচ্ছামাফিক বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি জানান। বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের মানুষের আজ বুঝতে এতটুকু বাকি নেই যে, প্রধানমন্ত্রীকে চরম প্রতিহিংসার বাসনা চরিতার্থ করতে পেয়ে বসেছে। তিনি পরিত্যক্ত অন্ধকার স্যাঁতসেতে কারাগারে গুরুতর ও চূড়ান্ত অসুস্থ দেশনেত্রীর যন্ত্রণার ছটফটানি দেখে আনন্দ উপভোগ করছেন।

রিজভী বলেন, আজ দিবালোকের মতো পরিষ্কার যে খালেদা জিয়াকে জীবিত দেখতে চান না তিনি। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ ৭৪ বছরের একজন নারীকে প্রহসনমূলক বিচারের জন্য টেনে-হিচড়ে প্রায় প্রতিদিনই হাজির করা হচ্ছে। দেশনেত্রীকে চলৎশক্তিহীন করার জন্য তার সুচিকিৎসা করানো হচ্ছে না।

Development by: visionbd24.com