রাঙ্গামা‌টির কাপ্তাইয়ে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক নিহত

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:৫০ অপরাহ্ণ | 423 বার

রাঙ্গামা‌টির কাপ্তাইয়ে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামা‌টির কাপ্তাইয়ের রাইখালী ইউ‌নিয়‌নে প্রতিপ‌ক্ষের গুলিতে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হো‌সেন (৩২) নিহত হয়েছে। মং‌সিনু মারমা রাইখালীর নারান‌গি‌রি এলাকার উ‌চিংনু মারমা ও জা‌হিদ একই গ্রা‌মের আরব আলীর পুত্র।

চাঁদাবা‌জিসহ আধিপত্য বিস্তা‌রের লড়াই‌য়ে লিপ্ত জেএসএস’র দুই গ্রু‌পের আভ্যন্তরীন বি‌রো‌ধের কার‌ণে এই হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে পু‌লিশ জানায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তি (সন্তু) গ্রু‌পের সশস্ত্র সন্ত্রাসীরা গু‌লি ক‌রে হত্যা ক‌রেন ব‌লে স্থানীয়রা জানায়। সোমবার বি‌কেল চারটায় কাপ্তাই‌য়ের রাইখালী ইউ‌নিয়‌নের কা‌রিগর পাড়া ফ‌রেস্ট অ‌ফিস সংলগ্ন এলাকায় হত্যাকা‌ণ্ডের এই ঘটনা ঘ‌টে। কাপ্তাই‌য়ের চন্দ্রঘোনা থানা পুলিশ ‌নিহত‌দের লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যান।

Development by: visionbd24.com