রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ | ১০:০০ পূর্বাহ্ণ | 573 বার

রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানী ঢাকার মহাখালীতে রাকিব হাসান (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহাখালীর টি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান মহাখালীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) সায়হান ওলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাকিব হাসানের পরিবার মহাখালীর টি কলোনির মসজিদের পিছনে একটি বাসায় বাসবাস করে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলোনিতে কে বা কারা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাকিবকে রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন নাসির নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক। রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Development by: visionbd24.com